মাগুরা প্রতিদিন: মাগুরা পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় মাগুরা পৌরসভা চত্ত¡রে পৌরমেয়র খুরশীদ হায়দার টুটুল ৮৩ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৫৩৭ টাকার বাজেট ঘোষণা করেন।
মাগুরা পৌরসভার নাগরিকদের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সুধিজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বাজেট সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রোকুনুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমীর ওসমান।
বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী মো. আহসান বারী, সাকিব আল ফাউন্ডেশনের পরিচালক মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিল প্রমুখ।
এ সময় পৌর কাউন্সিলর বৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।