মাগুরা প্রতিদিন ডটকম : সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পালন না করায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের কার্য নির্বাহী কমিটি বাতিল করে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে পঙ্কজ কুমার কুন্ডুকে চেয়ারম্যান (পদাধিকার বলে), বিমল শিকদারকে ভাইস চেয়ারম্যান এবং সিকদার শফিকুল ইসলাম বাদশাহকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।
কমিটির সাধারণ সদস্যরা হচ্ছেন আফম আবদুল ফাত্তাহ, খোন্দকার আবু আনসার নাজাদ আশা, রানা আমির ওসমান, সিরাজ সিকদার, মিয়া মাহমুদুল গণি শাহীন, আবদুল্লা হিল কাফি, মুন্সি জামিরুল ইসলাম এবং খন্দকার আবু সোহেল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সাবেক এমপি আবদুল ওয়াহ্হাব অনুমোদিত নবগঠিত এডহক কমিটি ১৩ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করবে।
১৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন সাক্ষরিত অফিস আদেশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।