মাগুরা প্রতিদিন ডটকম : কোনো প্রকার সহিংসতা ছাড়া উত্সবমুখর পরিবেশের মধ্যেই বৃহস্পতিবার মাগুরায় সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে।
দ্বিতীয় দফায় মাগুরার সদর উপজেলার ১৩টি ইউনিয়নের তফশিল ঘোষণা করা হয়। কিন্তু নির্বাচনের আগেরদিন ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কামারখালি ইউনিয়নের সঙ্গে মাগুরার বগিয়া ইউনিয়নের সীমানা সংক্রান্ত বিরোধের কারণে বগিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২টি ইউনিয়নের মোট ১৩২ কেন্দ্রে ভোট গ্রহণ চলে।
এর আগে সকালে জেলা নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রশাসনের সহযোগিতায় স্ব-স্ব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেন। নির্বাচন সুষ্ঠু করতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচন চলাকালে কেন্দ্রগুলোতে ভোটারদের পর্যাপ্ত উপস্থিতি দেখা যায়। তবে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।
সকাল থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে নির্বাচন সম্পর্কে তাদের অভিমত জানা যায়। ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা।