আজ, সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৫:১৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার জাতীয় সঙ্গীত নিয়ে চক্রান্তের প্রতিবাদে মাগুরায় উদীচীর সঙ্গীত পরিবেশন মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মার্চ অনুষ্ঠিত মাগুরা সদর থানার ওসিকে প্রত্যাহারে ছাত্রদের আলটিমেটাম মাগুরায় নতুন পুলিশ সুপারের যোগদান গুলিতে নিহত শাহরিয়ার সোহানের দাফন শ্রীপুরে সম্পন্ন মাগুরায় মটর সাইকেলের ধাক্কায় পথচারির মৃত্যু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাগুরা প্রেসক্লাবকে সাউন্ড সিস্টেম প্রদান চাকরি জাতীয়করণের দাবিতে মাগুরায় আনসার সদস্যদের মানববন্ধন সমাবেশ বেরোইল গ্রামের জাহিদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

মাগুরা সদর থানার ওসিকে প্রত্যাহারে ছাত্রদের আলটিমেটাম

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর থানার ওসি মেহেদী রাসেলকে প্রত্যাহারের জন্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার প্যাডে দুই দফা দাবি উল্লেখ করে তারা মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে স্মারকলিপি পেশ করে।

২৭ সদস্যের সাক্ষরিত স্মারকলিপিতে তারা মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেলকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আটককৃত ছাত্রদের পুলিশ হেফাজতে নির্যাতনের নির্দেশদাতা উল্লেখ করে তাকে প্রত্যাহার এবং ৪ ও ৫ আগস্ট মাগুরায় আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশবাদী মামলা দায়ের ও আসামীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি পেশকালে উপস্থিত শিক্ষার্থী সাদিকুর রহমান খান বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তাবিত দুই দফা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেয়া হলে কঠোর কর্মসুচি গ্রহণ করা হবে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম বলেন, পুলিশের কাজে এখন এমনিতেই গতি নেই। এই অবস্থায় প্রত্যাহারের দাবি আরো নাজুক পরিস্থিতির সৃষ্টি হবে মনে করে অভিযোগ দেয়া হয়নি। ত্রাণকার্যক্রম পরিচালনার জন্যে আমরা অনেকেই মাগুরার বাইরে অবস্থান করছি। এ অবস্থায় ছাত্রদের মধ্য থেকে দুইদফা দাবি পেশ করা হয়েছে সেটিও আমাদের দাবি।

মাগুরার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে দুই দফা উল্লেখ করে ছাত্ররা স্মারকলিপি দিয়েছে। কেবলমাত্র যোগদান করেছি। বিষয়টি যাচাই বাছাই করে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology