মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় এই প্রথমবারের মতো সিদ্দিকীয়া কামিল মাদরাসার শিক্ষার্থিদের নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন।
শনিবার সকালে মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু।
মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তার সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডক্টর মোঃ সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশীষ শিকদার সিদ্ধার্থ, পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ ইমাম বাকের, ঢাকা হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রিফাত আল হাসান রাব্বী।
মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল জানান, ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সাধারণ শিক্ষার্থিদের মধ্যেও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির প্রতি অধিক আগ্রহ দেখা গিয়েছে।
খুব শিগগিরই মাদরাসাটির কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানান।