আজ, বুধবার | ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১১:২৪

ব্রেকিং নিউজ :

মাদক জুয়া সন্ত্রাসের বিরুদ্ধে মাগুরার ৮ মসজিদের মানববন্ধন

মাগুরা প্রতিদিন : মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর মাগুরা পৌরসভার বাটিকাডাঙ্গা মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অত্র এলাকার আট মসজিদের খতিব ও ইমামসহ স্থানীয় মুসল্লীরা অংশ নেয়।

ওই এলাকার চিহ্নিত রিয়াজুল, সাগর শেখ, জাহিদ, সাহিদ, বিলু বেগম, চামেলী আক্তার মাফিয়াকে অস্ত্র ও মাদক চোরাচালানী এবং অনলাইন জোয়া, সুদ কারবারী আখ্যা দিয়ে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবরামপুর বিশ্বাস পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুহাঃ জাহিদ হোসেন, শিবরামপুর শেখপাড়া-মোল্ল্যাপাড়া জামে মসজিদের কারী মুহাম্মদ আলী, বায়তুল মামুন শিবরামপুর পূর্বপাড়া মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল নোমান, শিবরামপুর  লিচুতলা জামে মসজিদের ইমাম মাওলানা সায়েম, বাটিকা ডাঙ্গা গোরস্থানপাড়া জামে মসজিদের খতিব মুফতি ফজলুল করিমসহ কয়েকটি মসজিদের ইমাম ও খতিব ও এলাকার বিশিষ্টজনরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology