আজ, সোমবার | ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৪


মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে চাই-তারেক রহমান

মাগুরা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৫ বছরে বিএনপির বহু নেতাকর্মী গুম, খুন, গায়েবী মামলার শিকার হয়েছে। বিগত স্বৈরচার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। যদি মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারি, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারি তাহলে জনগণের কথা বলা যাবে, জনগণের সমস্যা সমাধান করা যাবে। দেশের সমস্যাও সমাধান করতে পারবো।

মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যান্য রাজনৈতিক দলও মনে করে দেশের এবং জনগণের মৌলিক সমস্যা সেটি সমাধানে এবং দেশ মেরামতের জন্যে বড় দল হিসেবে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। মেরামতের কারিগর বিএনপিকে হতে হবে।

তারেক রহমান প্রত্যাশিত দেশ গঠনে দলীয় নেতাকর্মীদের প্রত্যেককে শপথ গ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দলীয় নেতা হিসেবে যে দায়িত্ব আমরা নিয়েছি, জনগণ আমাদের দিয়েছে বা দিতে যাচ্ছে, যে প্রতিশ্রতি আমরা জনগণকে দিয়েছি সেটির নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা যেনো অর্জন করতে পারি সেই তৌফিক যেনো আল্লাহ আমাদেরকে দেন। এ জন্যে নিজেদেরকে যেনো প্রস্তুত করতে পারি সেই শপথ গ্রহণ করি।

মাগুরা অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জমিউল্লাহ, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, সদস্য সচিব মনোয়ার হোসেন খান সহ আরো অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology