আজ, বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৬


মামলা প্রত্যাহারের দাবিতে মাগুরায় জাতীয় পার্টির স্মারকলিপি পেশ

মাগুরা প্রতিদিন : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার সহধর্মিনী পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দিয়েছে মাগুরা জেলা জাতীয় পার্টি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১ টায় মাগুরা জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খান রবিউল হক মিঠু, যুগ্ম সম্পাদক সিরাজুস সায়েফিন সাঈফ, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ওয়াহিদুজ্জামান সাইদ, কাজী নওশের আলীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ হয়রানিমূলক এ সকল মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা সমূহ প্রত্যাহারের দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবী সমূহ মেনে নেওয়ার জন্য মহান জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তিতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ছাত্রদেরকে মুক্তিসেনা হিসেবে উল্লেখ করে। এছাড়া জাতীয় পার্টি রংপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উক্ত আন্দোলনে সক্রীয় অংশগ্রহণ করে। বিগত সরকারের রোষানলে পড়ে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে বিগত সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে। উপর্যুক্ত অবস্থায় জাতীয় পার্টি ছাত্র জনতার আন্দোলনে বিজয় অর্জন হলে ছাত্র-জনতাকে অভিনন্দন জানায়। তারপরও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার সহধর্মিনী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার দাবী করছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology