মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলম বলেছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার কোনো স্থান নেই। যারা এসবের সাথে জড়িত তাদের বিচার করতে হবে। সাম্প্রদায়িক সহিংসতা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। সাম্প্রদায়িক সহিংসতা মানেই হলো মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা।
জাসদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার মাগুরার শ্রীপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুপুরে শ্রীপুর এমসি হাইস্কুল মাঠে উপজেলা জাসদ সভাপতি নিরাপদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, শ্রীপুর উপজেলা জাসদের সহসভাপতি আবু হানিফ মোল্লা, সহ সভাপতি মনোরঞ্জন বিশ্বাস, সুনীল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর আব্দুর রাজ্জাক রাজা, মাগুরা জেলা জাসদ-ছাত্র লীগের সাধারণ সম্পাদক মেরাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল আলম আরও বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের। এই বাংলাদেশকে নতুন প্রজন্মসহ আমাদের সবার বুকে, হৃদয়ে, মননে ধারণ করতে হবে ।
মাগুরা জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ ইউপি নির্বাচন প্রসঙ্গে বলেন, আবেগ নয় বিবেককে জাগ্রত করুন। সমাজ পরিচালনায় যোগ্য নেতৃত্বকে বেছে নিন। বর্তমান ও ভবিষ্যত দুর্নীতিবাজদের পরাজিত করুন।
আলোচনা সভায় শ্রীপুর উপজেলা জাসদের সদস্য হাশেম মোল্লা, জাসদ নেত্রী হালিমা খাতুন, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম সহ উপজেলার ৮ ইউনিয়ন থেকে আগত জাসদের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।