মাগুরা প্রতিদিন: মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকা থেকে আব্দুল্লাহ আল-মামুন (৩৮) নামে এক রিকশাচালকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল্লাহ আল মামুন মাগুরা জেলার বরই গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
তিনি মানিকগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নারাঙ্গাই এলাকায় কাজু মিয়ার বাড়িতে তার দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ০৫ এপ্রিল বুধবার রাত সাড়ে ১১টায় মামুনের স্ত্রী ফিরোজা বেগম বাড়িওয়ালা কাজু মিয়াকে জানায় তার স্বামী পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনার কিছুক্ষণ পর ফিরোজা বেগম তার স্বামীকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পরে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশের একটি খাদে স্থানীয়রা মামুনের মরাদেহ পড়ে থাকতে দেখেন। তারা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। আর নিহত মামুনের স্ত্রী ফিরোজা বেগমের খোঁজ পাওয়া যাচ্ছে না।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, বিষয়টি তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।