মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা থানা পুলিশ সোমবার একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিসহ ৩ কিশোরকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামের ইয়াসির আরাফাত (১৯), জিসান মোল্যা (১৮) এবং একই উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মাহিম খাঁন মিরাজ (১৯)।
পুলিশ জানায়, খেয়াঘাটে বাগানের মধ্যে ওই তিন কিশোর মাদক সেবন করছিল। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে দুপুর ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ইয়াসির আরাফাতের শরীর থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, দেশব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ তৎপর রয়েছে। এরমধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ওই তিন কিশোরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে শালিখা থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।