নিজস্ব প্রতিবেদক: মাগুরা ১ (মাগুরা-শ্রীপুর)আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখরকে সংবর্ধনা জানালো মাগুরা ক্লাব লিমিটেড। এ উপলক্ষে গতকাল ৫ জানুয়ারি মাগুরা ক্লাব লিমিটেড-এর পক্ষ থেকে ঢাকা ক্লাব-এর পদ্মা লাউঞ্জ-এ এক সংবর্ধনা দেওয়া হয়। মাগুরা ক্লাব লিমিটেড-এর সাধারণ সম্পাদক জাহিদুল আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা ক্লাব লিমিটেড-এর সভাপতি প্রকৌশলী সাঈদ রেজা তরুণ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ক্লাবের নির্বাহী সদস্য শরীফ আজিজুল হাসান মোহন, মো. আনিসুজ্জামান, মো. নাসিরুল ইসলাম, মো. মিজানুর রহমান, ফারুকুল ইসলাম, রাশেদ কামাল, ওবায়দুল হক, মো. লুৎফুল হাকিম, মীর্জা এনায়েত হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, আনোয়ারুল হক, মো. আছাদুজ্জামান, মো. ইফতেখার আলী, মো. আশরাফুজ্জামান, ডা. সঞ্জীত চক্রবর্তী, জাহিদ রহমান, মো. জাহিদুল ইসলাম (এসপি) এবং মো. খলিলুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখর এমপি বলেন, মাগুরার উন্নয়নে তিনি কার্যকর সব প্রকল্প গ্রহণ করবেন যাতে করে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়, শিক্ষার হার বৃদ্ধি পায় এবং বিভিন্ন ধরনের সেবা সাধারণ মানুষের জন্য নিশ্চিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে মাগুরা ক্লাব লিমিটেড-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।