মাগুরা প্রতিদিন ডটকম : বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। এই সংগঠনের বিরুদ্ধে অনেকই ষড়যন্ত্র করেছে। কেউই সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছোট বেলা থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করেন দেশ ও মানুষের কল্যাণে। তার নেতৃত্বে দেশে এগিয়ে চলেছে। তাই এই দেশের মানুষও তার প্রতি আস্থা রাখেন। কথাগুলো বলেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ.ফ.ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক, এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়াদার টুটুলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।