মাগুরা প্রতিদিন ডটকম : প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়েজিত শ্রমিকদের সার্বিক কল্যাণে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের পক্ষ থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’-এর তহবিলে ৪ কোটি ৫৯ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
২৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কোম্পানীর মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ তহবিলের একটি নির্দিষ্ট লভ্যাংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয়।
রাজধানীর সচিবালয়ে নিজ অফিসকক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে চেক গ্রহণ করেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বেগম জেবুন্নেছা করিম।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড-এর পক্ষ থেকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হেড অফ অ্যাডমিন জাহিদুল আলম এবং মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার মো. এনায়েত হোসেন চেক হস্তান্তর করেন বলে জানান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মিডিয়া কনসালটেন্ট জাহিদ রহমান।