মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন।
চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নওজেশ আলী বিশ্বাস, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, দ্বারিয়াপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলামসহ আরো অনেকে।