মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহি শ্রীপুর মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক এম.তোরাব আলী বুধবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর। তিনি তিন পুত্র সন্তান স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানায়, সকাল ৬ টায় তিনি শ্রীপুর সদরের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিদ্যালয়সহ মাগুরার শিক্ষাঙ্গণের প্রিয়মুখ এম তোরাব আলীর মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর, সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি কামরুল লায়লা জলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলিনূর মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন।
অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব এই শিক্ষকের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন সরকারি মাদ্রাসা-ই আলিয়ার অধ্যক্ষ আলমগীর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলমসহ মাগুরা জেলা জাসদ, শ্রীপুর উপজেলা জাসদ, মুক্তিযুদ্ধে মাগুরা গবেষণা কেন্দ্র, অধিনায়ক আকবর হোসেন স্মৃতি পরিষদ, কুমার সাংস্কৃতিক সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার জোহর নামাজের পর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং আসরের নামাজের পরে নিজ গ্রাম জোকা প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে জোকা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।