আজ, রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৬

ব্রেকিং নিউজ :

শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশিদের অনোন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক: চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন। আর এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিক পেতে শ্রীকোল ইউনিয়নের ৭ প্রার্থী নিজেদের ভাগ্যের লড়াইয়ে একসঙ্গে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

রাজনৈতিক কোন্দলে শতধাবিভক্ত শ্রীকোল ইউনিয়নের ৭ প্রার্থীর এমন উদ্যোগকে এলাকাবাসী এবং সুধি সমাজ অনোন্য দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন।

মাগুরার শ্রীপুর উপজেলার আলোচিত ৩ নং শ্রীকোল ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশী ওই ৭ জন শনিবার সকালে শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে একসঙ্গে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

দলীয় মনোনয়ন সংগ্রহকারীরা হচ্ছেন এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক খন্দকার আবু আনছার নাজাত আশা, গোলাম রসুল বিশ্বাস এবং মুক্তিযুদ্ধে শ্রীপুর আঞ্চলিক বাহিনীর প্রয়াত অধিনায়ক আলহাজ্ব আকবর হোসেন মিয়া’র কনিষ্ঠপুত্র শরীয়াতউল্লাহ্ মিয়া রাজন।

মনোনয়নপত্র বিতরণের আগে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন মোল্লা সকলের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। এরপর মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ বক্তব্য রাখেন। সবশেষে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৫ নভেম্বর। আর এর আগেই দলীয় মনোনয়ন প্রত্যাশিদের তালিকা যাচাই বাছাই শেষে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology