আজ, রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৫

ব্রেকিং নিউজ :

শ্রীপুরে চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি ভোটে জয়ী কুটি

নিজস্ব প্রতিবেদক : মাগুরায় শ্রীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটি। ৩ নং শ্রীকোল ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১০ হাজার ৪২৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া কাজী তারিকুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ১৭৮ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৫ হাজার ২৪৫টি।

শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শ্রীকোলের মোট ১৪টি কেন্দ্রের বেশিরভাগ কেন্দ্রেই বড় ব্যবধানে জয়ী হয়েছেন কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটি। দ্বিতীয় মেয়াদে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

এদিকে ১নং গয়েশপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আব্দুল হালিম ৬ হাজার ৬৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. ইউসুফ আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৫৮ ভোট।

২নং আমলসার ইউনিয়নে আওয়ামী লীগের সেবানন্দ বিশ্বাস ৮ হাজার ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৬১ ভোট ।

৪ নং শ্রীপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের মশিয়ার রহমান ৮ হাজার ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খান পেয়েছেন ৬ হাজার ২৬৬ ভোট।

৫ নং দ্বারিয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুস সবুর ৫ হাজার ৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী মহিদুল আলম পেয়েছেন ৩ হাজার ৭৮৯ ভোট।

৬ নং কাদিরপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আইয়ুব হোসেন খান আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৫৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী লিয়াকত আলী বিশ্বাস পেয়েছেন ৩ হাজার ৭২০ ভোট।

৭ নং সব্দালপুর ইউনিয়নে আওয়ামী লীগের মোছা. পান্না খাতুন ৮ হাজার ৪৩৭ ভাট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ৪ হাজার ১৫৩ ভোট পেয়েছেন।

এবং ৮ নং নাকোল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হুমাউনুর রশিদ মুহিত ৮ হাজার ৪২ ভাট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ৪ হাজার ১৭ ভোট।

২৬ ডিসেম্বর অনুষ্ঠিত শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ২৪ জন ও সাধারণ সদস্য পদে ৭২ জন নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের ১ লক্ষ ৩৮ হাজার ৮১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology