আজ, শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৮:২৯


শ্রীপুরে জাসদের ৫০ বছর পূর্তিতে মশাল মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল জাসদের ৫০ বছ পূর্তিতে সোমবার সন্ধ্যায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলাতে শ্রীপুর উপজেলা জাসদের উদ্যোগে সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল শুরু হয়ে উপজেলা চত্ত্বর দিয়ে ক্যানাল ঘুরে আবার বাসস্ট্যান্ডে শেষ হয়।

মিছিলের প্রাক্কালে বক্তব্য প্রদান করেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। মিছিলে নেতৃত্ব দেন মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সহসভাপতি কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জেলা জাসদ নেতা আমীন উদ্দিন, মাগুরা জেলা জাসদের যুগ্ম সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, নারী জোটের আহবায়িকা ও জাসদ নেত্রী অ্যাডভোকেট আমেনা খাতুন লাবণী, শ্রীপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নূরুল আমীন, জাসদ নেতা আবু হানিফ, উপজেলা জাসদের সহসভাপতি নিরাপদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মীর আব্দুর রাজ্জাক রাজা।  মিছিলের আগে বক্তব্য প্রদান করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জাসদ নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাসদ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে আজন্ম লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেখান থেকে একবিন্দু সরবে না। এ বিষয়ে কোনো আপোষও করবে না, একই সাথে সুশাসনের স্বপক্ষে জাসদ সদা সোচ্চার থাকবে।

জাসদ নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম সমস্যা দুর্নীতি এবং সিন্ডিকেট । সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে।

সকল ধরনের সিন্ডিকেট গুড়িয়ে দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ ঘটিয়ে সব ধরনের অপশক্তি রুখে দেওয়ার আহবান জানান তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology