আজ, শুক্রবার | ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরা জেলা বিএনপির নতুন কমিটিকে ছাত্রদলের অভিনন্দন মাগুরা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা মাগুরার রওশন ট্রাস্ট প্রোগ্রাম ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে মাগুরায় বিএনপি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মুক্ত দিবস পালন মাগুরার দারিয়াপুর কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে বিএনপির দু’ গ্রুপে ব্যাপক সংঘর্ষ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের অব্যাহতিতে মহম্মদপুরে আনন্দ মিছিল মাগুরার আঠারোখাদা গ্রামে ছেলের ছুরির আঘাতে বৃদ্ধ বাবা খুন মাগুরায় বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন মাগুরা জেলা যুবদল সভাপতি সম্পাদককে বহিস্কারের দাবি মাগুরায় ছাই কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন

শ্রীপুরে নবাগত ওসির আয়োজনে প্রথম ওপেন হাউজ ডে

নিজস্ব প্রতিবেদক: মাগুরার শ্রীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. জাব্বারুল ইসলামের আয়োজনে শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউস ডে’।

৬ অক্টোবর বৃহস্পতিবার শ্রীপুর থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহামুদুল গনি শাহিন।

শ্রীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. জাব্বারুল ইসলাম জানান সবার মধ্যে সামাজিক সম্প্রীতি অটুট রাখতে তিনি ওপেন হাউস ডে নিয়মিতভাবে করবেন।

তিনি বলেন, ‘শ্রীপুরে সামাজিক বাদবিবাদ, দলাদলি বেশ দৃশ্যমান। কিন্তু সবার মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে এই দলাদলি কমিয়ে আনতে হবে। উপজেলার মর্যাদা বৃদ্ধি করতে হলে সামাজিক বিবাদ কমাতেই হবে।’ তিনি আগামী অনুষ্ঠানে গ্রামের সাধারণ মানুষের সম্পৃক্ততা, তাদের অবাধ মতামতের সুযোগ দেওয়ার বিষয়টি আরও উন্মুক্ত করবেন বলে জানান।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিকসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুুলিশ সুপার মাগুরা সদর সার্কেল মো. নাজিমউদ্দিন আল আজাদ (পিপিএম)। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. ইকরাম আলী বিশ্বাস।

শ্রীপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির শিকদারের সঞ্চালনায় এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীকোল ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মো. কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুস সবুর, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছা. পান্না খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যজোটের সভাপতি অপূর্ব মিত্র। আলোচনা সভায় বক্তারা উপজেলার আইন-শৃক্সখলা, মোবাইল ফোনে বিকাশ প্রতারণা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology