মাগুরা প্রতিদিন ডটকম : গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্যহ্রাসের দাবীতে মাগুরার শ্রীপুরে বি এন পি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা বিএনপি’র লাঙ্গলবাঁধ বাজারে শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সি রিজাউল করীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, মজুমদার মাসুদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল ওদুদ মোল্লা , মাগুরা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি মশিউল আজম, গয়েশপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাবু সনৎকুমার বিশ্বাস, বিএনপি নেতা মোঃ ইদ্রিস আলী, শ্রীপুর উপজেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান বিশ্বাস খাজা, যুব দলের শ্রীপুর উপজেলা শাখার সদস্য সচিব শাহ আলম তুফান, নাকোল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মুক্তি,সেচ্ছাসেবক দলের শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনসহ শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের বি এন পি ও এর অঙ্গ সংগঠন সমূহের সভাপতিবৃন্দ।
সমাবেশে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।