মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে স্থানীয় হাতেম আলি দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাজু (২০) নামে এক যুবক নিহত হয়েছে। সে ওই গ্রামের আকতার হোসেনের ছেলে।
এলাকাবাসি জানায়, গত কয়েকদিন ধরেই হাতেম আলি দাখিল মাদরাসার সভাপতি পদ নিয়ে শ্রীপুর সদর ইউনিয়নের বর্তমান মেম্বর এডভোকেট মকবুল হোসেন এবং একই ওয়ার্ডের সাবেক মেম্বর কাজী আবদুর রউফের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে ৫ মার্চ শনিবার রাতে মকবুল মেম্বরের সমর্থকরা সাবেক মেম্বর আবদুর রউফের উপর হামলা চালায়। গুরুতর জখম রউফকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রউফ মেম্বরের সমর্থকরা সোমবার রাতে মকবুল মেম্বরের সমর্থক রাজুকে বাড়ির উপর হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনার পর গুরুতর জখম রাজুকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানের নিয়ন্ত্রণে রয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।