মাগুরা প্রতিদিন : বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শ্রীপুরের কৃতি সন্তান হাসান রকিব আজাদ ইন্তেকাল করেছেন।
সোমবার দুপুরে রাজধানীর মিরপুরের সেনপাড়ায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তার গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
হাসান রকিব আজাদ বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস)-এর সহ সভাপতি ছিলেন।
১৯ঌ১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী প্রার্থী হিসেবে ঘড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।
ঢাকাস্থ শ্রীপুর উপজেলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা হাসান রকিব রাজধানী জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সংম্পৃক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে বিএনপির সাবেক এমপি (সংরক্ষিত) নেওয়াজ হালিমা আরলি, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দিন, অধিনায়ক আকবর হোসেন স্মৃতি পরিষদের সভাপতি মোল্লা মতিয়ার রহমান, সাংবাদিক ও গবেষক জাহিদ রহমানসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।