নিজস্ব প্রতিবেদক : সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মাজহারুল হক লিপুকে আহবায়ক এবং এডভোকেট মিজানুর রহমান ফিরোজকে সদস্য সচিব করে সম্মিলিত সামাজিক আন্দোলন মাগুরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
নব নিযুক্ত সদস্য সচিব জানান, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সাক্ষরিত এই কমিটিতে আরো ৫ জনকে সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন, এডভোকেট মোখলেছুর রহমান, অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র সাহা, তরুণ কুমার বৈদ্য, আব্দুল বারিক বিশ্বাস ও সুরভী খান।
এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জাসদ কেন্দ্রিয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম। নতুন কমিটি শান্তি ও সম্প্রীতি রক্ষায় যথার্থ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।