নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ, ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে লড়াইরত সামাজিক সংগঠন ‘সম্মিলিত সামাজিক আন্দোলনে’র কেন্দ্রিয় কমিটির সদস্য হলেন জাসদ কেন্দ্রিয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম।
এ উপলক্ষে শনিবার সম্মিলিত সামাজিক আন্দোলন মাগুরা জেলা শাখার প্রতিনিধি দল জাহিদুল আলমকে তার মাগুরাস্থ বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা শাখার আহবায়ক মাজহারুল হক লিপু, সদস্য সচিব এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, সদস্য মোখলেছুর রহমান, অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র সাহা, তরূণ কুমার বৈদ্য, আব্দুল বারিক বিশ্বাস ও সুরভী খান।
জাহিদুল আলম এসময় বলেন, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণ, দুর্নীতিমুক্ত মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, সর্বত্র মূল্যবোধের যে অবক্ষয় তা প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। একই সাথে দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধির বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিক প্রতিরোধ যত বেশি গড়ে তোলা যাবে, সমাজে তত বেশি ন্যায় ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।