মাগুরা প্রতিদিন ডটকম : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মাগুরায় মঙ্গলবার জেলা ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
বিকাল ৫ টায় মাগুরা জেলা ছাত্রলীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে সারা শহর প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা।
বক্তারা অবিলম্বে নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে পরিকল্পিত হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।