মাগুরা প্রতিদিন ডটকম : দেশের বিভিন্ন স্থানে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি, মাগুরা জেলার উদ্যোগে মাগুরা শহরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুজ্জামান সেলিম, সদর উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি শ্রীকান্ত বিশ্বাস, স্কাউট সম্পাদক রেজাউল ইসলাম প্রমূখ।
বক্তারা অবিলম্বে ওইসব ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জানান।