মাগুরা প্রতিদিন ডটকম : হানাহানি সংস্কৃতির অবসান চাইলেন শ্রীকোল ইউনিয়নে দ্বিতীয়বারে নির্বাচিত চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটি।
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর ইউনিয়নবাসির প্রতি তাৎক্ষণিক কৃতজ্ঞতা প্রকাশকালে কুতুবুল্লাহ হোসেন কুটি এই অভিমত ব্যক্ত করেন।
রাত ৯টায় শ্রীপুর উপজেলার খামারপাড়ায় অধিনায়ক আকবর হোসেন ফাউণ্ডেশন কার্যালয়ের সামনে উপস্থিত ইউনিয়নবাসির উদ্দেশ্যে কুতুবুল্লাহ হোসেন কুটি বলেন, শ্রীকোল ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলা হানাহানির যে সংস্কৃতি সেটি পরিত্যাগ করতে হবে।
তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, আমি ইউনিয়নের সকলের চেয়ারম্যান। যারা ভোট দেয় নি তাদের প্রতি কোনো ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ করা যাবে না। আজ যারা আমাকে ভোট দেন নি হয়তো তারায় একদিন ভালোবেসে ভোট দেব। বিধায় নির্বাচন নিয়ে কোনো প্রকার অসন্তোষ নয়। বরং চাই সারা ইউনিয়নে শান্তি বিরাজ করুক।
কুতুবুল্লাহ হোসেন কুটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ প্রার্থী কাজি তারিকুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।