মাগুরা প্রতিদিন : সারাদেশে ১৪ দলের দৃশ্যমান রাজনৈতিক কর্মকাণ্ড না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জাসদ (ইনু) নেতৃবৃন্দ।
শুক্রবার মাগুরায় জেলা জাসদের উদোগে আয়োজিত সভায় এই ক্ষোভ প্রকাশ করা হয়।
মাগুরা শহরের কলেজ পাড়াস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রিয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম।
মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন জাসদ জেলা কমিটির সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার বিশ্বাস, শালিখা উপজেলার সভাপতি আতিয়ার রহমান জোয়াদদদার, যুগ্ম সম্পাদক মৃধা খলিলুর রহমান, সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, নারী জোটের আহ্বায়িকা এডভোকেট আমেনা খাতুন লাবনী, শ্রীপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নূরুল আমীন, সহসভাপতি আবু হানিফ, নিরাপদ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী।
সভায় জাহিদুল আলম বলেন, সামনে আরও বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ আসছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি ১৪ দল প্রসঙ্গে বলেন, নিঃসন্দেহে এটি একটি আদর্শিক জোট। কিন্ত জোটের কর্মকান্ড দৃশ্যমান নয়। ফলে আমাদের সবার মনে ক্ষোভ আছে। তৃণমূলে ক্ষোভটা বেশি। কেননা তৃণমূলে জোটের কোনো সমন্বয় নেই। প্রতিটি জেলায় ১৪ দলের যৌথ কর্মকাণ্ড দৃশ্যমান হওয়া উচিত।