আজ, শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৭:৪২


১৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান পাচ্ছে একুশে পদক

ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতি হিসাবে পদক পাচ্ছেন-খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো. মজিবর রহমান। শিল্পকলা অভিনয়ে মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ, শিল্পকলা সংগীতে মনোরঞ্জন ঘোষ, গাজী আবদুল হাকিম এবং ফজল এ খোদা (মরণোত্তর), শিল্পকলা আবৃত্তিতে জয়ন্ত চট্টোপধ্যায়, শিল্পকলায় নওয়াজীশ আলী খান, শিল্পকলা চিত্রকলায় কনক চাঁপা চাকমা একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মমতাজ উদ্দীন (মরণোত্তার), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় ড. মো. আবদুল মজিদ, শিক্ষায় জাতীয় জাদুঘর ও প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর), সমাজসেবায় মো. সাইদুল হক ও বিদ্যানন্দ ফাউন্ডেশন, রাজনীতিতে অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে ড. মনিরুজ্জামান মিয়াকে মনোনীত করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology