মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে দ্যা জিনিয়াস ক্লাবের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
“ত্যাগ চাই মসিয়া ক্রন্দন চাহি না”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে 2023-2024 শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাওয়া এ উপজেলার ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
সোমবার আমিনুর রহমান কলেজ সম্মেলন কক্ষে দ্যা জিনিয়াস ক্লাবের সভাপতি মো. তানজির আলমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ড. মো. আলী আফজাল।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, আমিনুর রহমান কলেজ প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান কাবুল, আমিনুর রহমান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক ওছিউরজ্জামান বুলবুল।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দ্যা জিনিয়াস ক্লাবের উদ্যোক্তা সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের প্রভাষক মো. ইলিয়াস হোসেন।