আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ২:৪৬


নিজ সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে মা আটক

মাগুরা প্রতিদিন : সাবিনা ইয়াসমিন রাণী (২৮) নামে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এক মা নিজের শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

নিহত তৌহিদুল আভান (৩) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ শিশুটির মা সাবিনা ইয়াসমিন রাণীকে আটক করেছে।

একটি ঔষধ কোম্পানিতে চাকরিরত মোস্তাফিজুর রহমান স্ত্রী এবং এক  মেয়ে ও ছেলেকে নিয়ে খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন। শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত ১টার দিকে সেখানেই এ ঘটনা ঘটে।

নিহত শিশুর চাচা মফিজুর রহমান জানান, ৫ বছর আগে প্রথম সন্তান ভূমিষ্ট হওয়ার পর থেকেই মানসিক অসুস্থতায় ভুগছিলেন সাবিনা ইয়াসমিন। ঘটনার রাতে ভাই মোস্তাফিজ পেশাগত কাজে পানছড়িতে অবস্থান করছিলেন। এ অবস্থায় সাবিনা বালিশ চাপা দিয়ে শিশুটিকে হত্যার পর নিজেই ওই বাড়ির মালিকের বাসায় গিয়ে ঘটনা জানায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা জানান, শনিবার সকালে অভিযুক্ত মাকে থানা হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology