আজ, সোমবার | ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৮:৪০


মালটা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির বিরুদ্ধে মাগুরায় সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিদিন: মাল্টা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মশিয়ার রহমান এর বিরুদ্ধে গণ অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮ টায় শহরের পৌর মার্কেটে  এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ অভিযীগ করেন, মালটা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মশিয়ার রহমান আওয়ামীলীগ কে পূর্ণগঠনের লক্ষ্যে বুধবার দুপুরে মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নে জনসংযোগ করতে যান। এ সময় গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী ও ছাত্র জনতা সেটি প্রতিহত করতে গেলে মশিয়ার রহমানের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। আহত হিয় বেশ কয়েকজন। এর ঘটিনার প্রতিবাদে রাতে সংবাদ সম্মেলন করে তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি আনোয়ার জাহিদ সুজন, জেলা যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক মহসিন আহমেদ, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রাজিব মোল্লা, সহ-সভাপতি আল-আমিন হোসেন,সদর উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাহিদুল ইসলাম কুদ্দুস, ছাত্র অধিকার পরিষদের সভাপতি সৈয়দ এজাজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম অপু, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের কার্যকরী সদস্য পল্লব বিশ্বাস, শিহাব ও মুসা।
লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সৈয়দ রেজা আহমেদ।

এ বিষয়ে মশিয়ার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আমি মালটা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম কথা সত্য। এরপর আমি স্বতন্ত্র সংসদ নির্বাচন করেছি। এ মাসের তিন তারিখে কেন্দ্রে গণ অধিকার পরিষদে আমি যোগ দিয়েছি। মাগুরায় যারা গণধিকার পরিষদের সঙ্গে দীর্ঘদিন আছেন সেই সকল ত্যাগী নেতা কর্মীদেরকে আমি শ্রদ্ধা জানাযই।। আমি তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সহযোগিতায় গণ অধিকার পরিষদকে মাগুরায় এগিয়ে নিয়ে যেতে চাই।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology