আজ, শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৮:০২

ব্রেকিং নিউজ :
আদালতে শিশু নির্যাতন মামলার আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাশবিক নির্যাতনের শিকার শিশুটির মৃত্যু-ধর্ষকের বাড়িতে অগ্নি সংযোগ মাগুরার সংকটাপন্ন শিশুটির জন্যে দোয়া প্রার্থনা মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের ডিএনএ সংগ্রহ মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের রিমাণ্ড মঞ্জুর মাগুরায় শিশু ধর্ষণে জড়িতের অবিলম্বে ফাঁসির দাবিতে দিনভর বিক্ষোভ মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার আসামী গ্রেফতার মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধদের থানা ঘেরাও মাগুরায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরা প্রতিদিন কার্যালয় পরিদর্শনে তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা

শ্রীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের দাফন সম্পন্ন

মাগুরা প্রতিদিন ডটকম : মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবি’র অবসরপ্রাপ্ত হাবিলদার বরইচারা গ্রামের সন্তান বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার সকাল ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা ঈদগাহ ময়দানে গার্ড অব অনার শেষে স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন করা হয়।

এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ, ৫৮ বিজিবির নায়েক সুবেদার মোঃ সোহরাব হোসেন, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে এসআই জাফর আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম-আহবায়ক ও জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কাননসহ মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরেণ্য হা-ডু-ডু খেলোয়াড়, দ্বারিয়াপুর ইউনিয়ন মুুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার গোলাম সরোয়ারের মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমাণ্ডার মোল্যা নবুয়ত আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান, মহাসচিব শফিকুল ইসলাম বাবু, জাসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

বেশকিছুদিন যাবত তিনি শারীরিক অসুস্থ্যতা নিয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সে  হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল ১১ টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

৭২ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology