আজ, রবিবার | ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ১:১৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় অসেস এর কার্য নির্বাহী কমিটি গঠন আদালতে শিশু নির্যাতন মামলার আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাশবিক নির্যাতনের শিকার শিশুটির মৃত্যু-ধর্ষকের বাড়িতে অগ্নি সংযোগ মাগুরার সংকটাপন্ন শিশুটির জন্যে দোয়া প্রার্থনা মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের ডিএনএ সংগ্রহ মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের রিমাণ্ড মঞ্জুর মাগুরায় শিশু ধর্ষণে জড়িতের অবিলম্বে ফাঁসির দাবিতে দিনভর বিক্ষোভ মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার আসামী গ্রেফতার মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধদের থানা ঘেরাও মাগুরায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবু হাসান অসুস্থ

নিজস্ব প্রতিবেদক : শ্রীপুরবাহিনী তথা আকবরবাহিনীর বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রলীগ নেতা, শ্রীপুরের খামারপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা খোন্দকার আবু হাসান দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার দিঘীবরাবোতে।

জানা যায়, বেশ কয়েক মাস ধরেই তিনি ফুসফুস, কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন। মাঝে শারীরিক অবস্থার অনেক অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটানা চিকিৎসা চলে। একুট সুস্থ হলে তাঁকে বাসায় নেওয়া হয়। বর্তমানে অসুস্থ অবস্থায় বাসাতেই আছেন তিনি। তবে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন বর্তমানে তিনি চলাফেরা করতে পারেন না। কথাও ঠিকমতো বলতে পারছেন না। কানেও কম শোনেন।

এদিকে তাঁর চিকিৎসা বাবদ এ পর্যন্ত পরিবারের অনেক অর্থ ব্যয় হয়েছে বলে তাঁর স্ত্রী ও সন্তানেরা জানান। শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবু হাসানের সুচিকিৎসার দাবি করেছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবু হাসান মুক্তিযুদ্ধের সময় খুবই সাহসী ভূমিকা পালন করেন। তিনি অধিনায়ক আকবর হোসেনের অত্যন্ত বিশ্বস্ত একজন যোদ্ধা হিসেবে বিভিন্ন যুদ্ধে অংশ নেন। একই সাথে অধিনায়ক আকবর হোসেনের নির্দেশে শ্রীপুরের বিভিন্ন এলাকা বিশেষ করে হিন্দু পল্লীতে লুটপাটকারীদের দমনে সাহসী ভূমিকা রাখেন।

মুক্তিযুদ্ধের সময় খোন্দকার আবু হাসানের বাবা সুজায়েত খোন্দকার, চাচা নাজাত খোন্দকারসহ অন্যান্য ভাই সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology