আজ, বুধবার | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ৯:৫৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের ডিএনএ সংগ্রহ মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের রিমাণ্ড মঞ্জুর মাগুরায় শিশু ধর্ষণে জড়িতের অবিলম্বে ফাঁসির দাবিতে দিনভর বিক্ষোভ মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার আসামী গ্রেফতার মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধদের থানা ঘেরাও মাগুরায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরা প্রতিদিন কার্যালয় পরিদর্শনে তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা মাগুরায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর  ইফতার মাহফিল কুমির আতঙ্কে মাগুরাসহ ৩ জেলার মানুষ বিসিবির কাছে সাকিবের পাওনা ৪৮ লাখ টাকা নিয়ে আলোচনা

সংস্কার সংস্কার বলে নির্বাচন বন্ধ করে দেবেন না-অ্যাড আবদুস সালাম আজাদ

মাগুরা প্রতিদিন : বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে জাতি আগে ঐক্যবদ্ধ ছিল, এখনও আছে। সংস্কার সংস্কার বলে নির্বাচন বন্ধ করে দেবেন না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন দিতেই হবে।

তিনি সোমবার দুপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

বক্তব্য দেন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জেলা বিএনপি নেতা কুতুবউদ্দিন, আমিনুর রহমান খান পিকুল, আশরাফুল আলম জোয়ারদার, মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল সহ আরো অনেকে।

মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, অনেকে বলে থাকেন ছাত্র জনতার আন্দোলনের মুখে এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু সেটি নয়। ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার। আর তারেক রহমানের দাবি ছিল, যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার হাসিনার পতন না হবে ততক্ষণ আন্দোলন চলবে। একটি পর্যায়ে ছাত্ররা পুলিশের সাথে আপোষ ফর্মুলায় চলে গিয়েছিলো। কিন্তু তারেক রহমান আপোষ ফর্মুলা মানেননি। তার নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে আবদুস সালাম আজাদ বলেন, এখন সংস্কারের নামে অনেক রকম খেলা হচ্ছে। অনেক রকম ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু কোন ষড়যন্ত্রই বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে জাতী আগে ঐক্যবদ্ধ ছিল, এখনও আছে। সংস্কার সংস্কার বলে নির্বাচন বন্ধ করে দেবেন না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন দিতেই হবে। যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology