আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৫


সড়ক দূর্ঘটনায় মহম্মদপুর থানার এসআই বোরহান নিহত

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর থানায় দায়িত্বরত বোরহান উদ্দিন (২৮) নামে একজন এসআই সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সোতাসী ব্রিজ এলাকায় তিনি সড়ক দূর্ঘটনার শিকার হন।

পুলিশের উপ-পরিদর্শক হিসেবে নিয়োগপ্রাপ্তির পর মহম্মদপুর থানায় তার প্রথম যোগদান। এখানে তিনি পিএসআই (শিক্ষানবীশকাল) হিসেবে কর্মরত ছিলেন।

নিহত বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামের কোবাদ আলির ছেলে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, মাজকান্দি-ভাটিয়াপাড়া সড়কের সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় মটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে মারাত্মকভাবে আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাগুরার মহম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোসাম্মাত বুলবুলি খাতুন মাগুরা প্রতিদিনকে বলেন, একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে তিনি থানা থেকে বের হওয়ার পর সড়ক দূর্ঘটনার শিকার হন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology