মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জগদল এবং হাজরাপুর ইউনিয়ন শাখার কমিটি গঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা জাসদ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত কর্মী সভায় জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ২১ সদস্য বিশিষ্ট জগদল ইউনিয়ন কমিটিতে অজেদ আলি মোল্যাকে সভাপতি এবং বাবলু মোল্যাকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। অন্যদিকে গোলাম আলিকে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে হাজরাপুর ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মিসভায় জেলা জাসদ সহ-সভাপতি মিঞা ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তিসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।