আজ, শুক্রবার | ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫৫

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান

এসএসসি’র ফলাফলে মাগুরা ছয় ধাপ উপরে উঠে চতুর্থ স্থানে

মাগুরা প্রতিদিন ডটকম : এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডের মধ্যে মাগুরা এবার ছয় ধাপ উপরে চতুর্থ স্থানে। এ জেলার পাশের হার ৯১ দশমিক ৯৮ শতাংশ। গত ছয় বছর ধরে পরীক্ষার ফলাফলে মাগুরা জেলা বোর্ডের মধ্যে সবথেকে নীচে দশম স্থানে ছিল।

মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর মাগুরায় মোট ১১ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থি এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১০ হাজার ৭২৮ জন।

তথ্যমতে, জেলায় মোট ৩শত ৬৪ জন পরীক্ষার্থি জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যাক ৭৪ জন শিক্ষার্থি পেয়েছে মাগুরার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এ প্রতিষ্ঠানের পাশের হার ৯৮ দশমিক ৬৫ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে মাগুরা সরকারি বালক বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন শিক্ষার্থি। তাদের পাশের হার ৯৭ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধিন মাগুরায় এ বছর ২ হাজার ৪৬৬ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছেন ২ হাজার ২৫৩ জন। পাশের হার ৯১ দশমিক ৩৬ শতাংশ। জেলায় মোট ১২ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ৩ জন পেয়েছে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology