আজ, শুক্রবার | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ২:৪৪


যড়যন্ত্রকারিরা নিশ্চিহ্ন হয়ে যাবেই-এমপি সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রের পরিচয় দিতেই সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে হয়েছিলো। দেশ বিরোধী ওই গোষ্ঠির চক্রান্ত থেমে নেই। প্রতিক্রিয়াশীল সেই গোষ্ঠি রয়েছে এখনও সক্রিয়। কিন্তু ওইসব যড়যন্ত্রকারিরা নিশ্চিহ্ন হয়ে যাবেই। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে কথাগুলো বলেন।

জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে শহরের হরিশদত্ত সড়কে মাগুরা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাসুদ খান ডাবলু’র সভাপতিত্বে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আবু রেজা নান্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, আওয়ামীলীগ সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান, জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক এড. শাখারুল ইসলাম, দপ্তর সম্পাদক এডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল দত্ত, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেলসহ আরো অনেকে।

বক্তারা বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

আলোচনা সভার প্রধান অতিথি সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর স্বাধীনতা বিরোধী গোষ্ঠির সকল প্রকার চক্রান্ত রুখে দেবার পাশাপাশি জননেত্রি শেখ হাসিনার গৃহিত উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology