আজ, সোমবার | ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৩:০৯


কবীর মুরাদ নিরলস পরিশ্রমে জিয়া পরিষদ দাঁড় করিয়েছেন-যুগ্ম মহাসচিব

মাগুরা প্রতিদিন : জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবীর মুরাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মাগুরা সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে জিয়া পরিষদ, মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার আলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খান, জিয়া পরিষদ মাগুরা জেলা শাখার সহ-সভাপতি আফজাল হোসেন, রইচ উদ্দিন তুষার, তানবীর রহমান উজ্জ্বল, শাহানা ফেরদৌস হ্যাপী, সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বাবলু সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ বলেন, জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদ ছিলেন একজন নির্মোহ মানুষ। সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। নিজে অর্থ কষ্টের মধ্যে থেকেও অকুণ্ঠচিত্তে অন্যের পাশে দাঁড়িয়েছেন। তিনি একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। তাই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে গড়ে তুলেছিলেন এই সংগঠনটি। এই সংগঠনের ১৭ জন সদস্য বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করছেন।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মৃত্যুর আগ পর্যন্ত কবীর মুরাদ মাগুরা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology