আজ, সোমবার | ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১২:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ খালেদা জিয়া এখন নির্দিষ্ট পার্টির লিডার নন -প্রেস সচিব শ্রীপুরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল মাগুরায় মটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু ফ্যাটিলিভার ও ম্যাশ চিকিৎসায় ইনসেপ্টা বাজারে নিয়ে এলো ফ্রিহেপ্টা বিজয়ের মাস ডিসেম্বর: রক্তস্নাত ইতিহাসে বাঙালির চূড়ান্ত স্বাধীনতার প্রাপ্তি চার দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি—মাগুরায় বার্ষিক পরীক্ষায় বিপর্যয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাজী কামালের দোয়া মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন স্মারকলিপি পেশ খালেদা জিয়ার অসুস্থতায় মনোয়ার খানের নির্বাচনী কার্যক্রম স্থগিত

মাগুরা জেলা যুবদল সভাপতি সম্পাদককে বহিস্কারের দাবি

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদকে দলে অবাঞ্চিত ঘোষণা করে মাগুরায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দিয়ে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি বৃহস্পতিবার মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সানাউল হক তন্ময়কে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কারের পত্র পাঠিয়েছে। এই বহিস্কারের পেছনে জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ এনে সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি দল থেকে বহিস্কারের দাবি জানিয়ে জেলা যুবদলের নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় মাগুরা জেলা যুবদলের সকল নেতৃবৃন্দের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের ভায়নার মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীমোড়ে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে জেলা জাতীয়তবাদী যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিক্কা, জেলা সেচ্ছাসেবক দল আহ্বায়ক আশরাফুজ্জামান শামিমসহ আরো অনেক বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা জেলা যুবদল সভাপতি সম্পাদককে চক্রান্তকারী ও দূর্ণীতিবাজ উল্লেখ করে দল থেকে তাদের বহিস্কারের দাবি জানায়।

এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ২৮ নভেম্বর বৃহস্পতিবার মাগুরা জেলা যুবদল সদস্য সানাউল হক তন্ময়কে বহিস্কার করেছে বলে জানতে পেরেছি। তার বহিস্কারের পেছনে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। বহিস্কারের সুনির্দিষ্ট কারণও আমার জানা নেই। তবে গত মাসের ৩০ তারিখে মাদক ব্যবসায়ে সংশ্লিষ্টতার অভিযোগে তন্ময়ের নামে সদর থানায় একটি মামলা রুজু হয়েছে বলে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। সেই কারণে তাকে বহিস্কার করেছে কিনা সেটি কেন্দ্রীয় কমিটি ভালো বলতে পারবে।

অন্যদিকে জেলা যুবদল সম্পাদক ফিরোজ আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology