মাগুরা প্রতিদিন : মাগুরায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রাত ১২ টা ১ মিনিটে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে জেলা প্রশাসক মোহা. অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা এবং সিভিল সার্জন মো. শামীম কবীর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা জাতীয়তাবাদী দল-বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, মাগুরা টাউন হল ক্লাব, সুরসপ্তক সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান, সহ জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনে পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।