মাগুরা প্রতিদিন: মাগুরায় জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাগুরা জেলা জাতীয়াতাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদের সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা কৃষকদলের আহ্বায়ক রুবায়েত ফেরদৌস, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রহিম সহ বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের ভবিষ্যত এবং গণতান্ত্রিক কাঠামোর উন্নয়ন এবং রাষ্ট্র মেরামতের পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।