মাগুরা প্রতিদিন : মাগুরায় বিএনপি সংঘটিত অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে রবিবার বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা শহরের ভায়নার মোড়ে জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি আবু নাসের বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, পৌর আওয়ামী লীগ সভাপতি বাকি ইমাম ভূইয়াঁ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল প্রমুখ নেতৃবৃন্দ।
পরে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সারা শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।