আজ, শনিবার | ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | রাত ৪:২৫


অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবলে মাগুরা মেয়েরা চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিদিন ডটকম : জেএফএ কাপ ওয়ালটন অনূর্ধ্ব-১৪ মেয়েদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে মাগুরা।

বৃহস্পতিবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক রাজশাহীকে ২-০ গোলে হারিয়েছে মাগুরা।

মাগুরা জেলা দলের হয়ে ৪৪ মিনিটে ঈশিতা এবং ৭০ মিনিটে রিমা গোল করে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মাগুরার অর্পিতা। দলের পক্ষে সর্বোচ্চ ৭ গোলদাতা মাগুরা দলেরই রিমা। সবচেয়ে দামি খেলোয়াড় মাগুরার গোলকিপার মিলি। আর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে মাগুরার জয়ন্তী।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক।

এ সময় ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology