মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ঈদ উপলক্ষে অসহায় দুস্থ্য খেলোয়াড়দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে মাগুরা জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি।
রবিবার সকালে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম মিলনায়তনে ৮৪ জন বর্তমান ও প্রাক্তণ খেলোয়াড়ের মধ্যে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন ।
মাগুরা জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট শাখারুল ইসলাম শাকিলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান চাঁদসহ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।