মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে শুক্রবার মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ জুম্মা জেলা কালেক্টরেট মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক ড. ওহিদুর রহমান টিপু, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক রিয়াজুল হাসান রিয়াজ, সেচ্ছাসেবক লীগের পৌর সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম।
২০০৭ সালের ১৬ জুলাই ভোরে আওয়ামী লীগের সভাপতির বাসভবন সুধাসদন থেকে আটক করা হয় শেখ হাসিনাকে। পরে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে বন্দি রাখা হয় তাঁকে। এর প্রতিবাদে ফেটে পড়ে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। ধীরে ধীরে তা তীব্র হয়।
জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে এক পর্যায়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উন্নত চিকিৎসার জন্য আট সপ্তাহের জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরদিনই তিনি চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্রে যান। চিকিৎসা শেষে ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফেরেন শেখ হাসিনা। এর পর স্থায়ী জামিন দেওয়া হয় তাঁকে।