মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থি সাইফুজ্জামান শিখরকে বিজয়ী করতে আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণ সংযোগ চালাচ্ছেন জেলা জাসদ নেতৃবৃন্দ।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল আলমের নেতৃত্বে গত দুই দিনে পৌর এলাকার রায়গ্রাম, হাজরাপুর ইউনিয়নের আলমখালীসহ বিভিন্ন এলাকায় তারা সংযোগ চালান এবং ওয়ার্ড সভাতে অংশ নেন। সভায় জাসদ নেতা জাহিদুল আলম ভোটারদের মাঝে সরকারের উন্নয়ন মূলক নানা কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন । এছাড়া জাসদ নেতৃবৃন্দের মধ্যে জেলা সভাপতি কামরুজ্জামান চপল, জেলা সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীসহ অন্যান্য নেতাকর্মীরা সাইফুজ্জামান শিখরের সঙ্গে বিভিন্ন নির্বাচনী কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন।