আজ, রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:২২

ব্রেকিং নিউজ :

মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ক্রিকেট লীগে খান ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ক্রিকেট লীগের ফাইনাল খেলায় নাজিম উদ্দিন স্মৃতি সংসদকে হারিয়ে খান ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে।

সকালে মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জয় পেয়ে নাজিম উদ্দিন স্মৃতি সংসদ ৩৪ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমরুল হাসান সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করেন। জবাবে খেলতে নেমে খান ওয়ারিয়স ৩৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে জয়ের লক্ষে পৌঁছে যায়। খান ওয়ারিয়র্সের পক্ষে নাহিদ ৩২ রান সংগ্রহ করে ম্যাচ সেরা নির্বাচিত হন। লীগ সেরা খেলোয়াড় হন খান ওয়ারিয়র্সের খেলোয়াড় পাপাই।

খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় অন্যান্যের মধ্যে মাগুরা জেলা প্রশাসক আলি আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্টপোষকতায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ ক্রিকেট লীগে মোট ২৪টি দল অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology